ডায়পার-র‍্যাশ-দেখতে-কেমন-হয়

ডায়পার র‍্যাশ দেখতে কেমন হয়?

 

 

 

দেখতে  যদি অস্বত্বিকর ও লাল দেখায়, হতে পারে তা ডায়পার র‍্যাশ । এখানকার ত্বকের যত্ন নেওয়াটাও অতি গুরুত্বপুর্ন  হয়ে দাঁড়াবে।

 

স্পর্শ করলে হয়তো স্থানটি গরম ও ফোলা অনুভর করতে পারেন। ডায়াপার র‍্যাশ হাল্কা হতে পারে ছোট্ট একটি স্থানে অল্প কিছু খোঁচা খোঁচা কালচে দাগ অথবা ব্যপক ভাবে হতো পারে, লাল চাকা চাকা হয়ে শিশুর পেট ও উরুতে ছড়িয়ে পরতে পারে। ডায়াপার র‍্যাশ এর সাথে বোঝাপড়া সন্তানের দেখাশোনার একটি অপরিহার্য অংশ , বিশেষত আপনার শিশুর জীবনের প্রথম এক বছরের জন্য।

 

আমার শিশুর এই ডায়াপার র‍্যাশ কিভাবে দেখা দিল?

 

ডায়াপার র‍্যাশ একটি নতুন খাবার থেকে শুরু করে আপনপার শিশুর নিজের প্রস্রাবের কারনেও হতে পারে। সম্ভাব্য কারন গুলো হলো:

 

১। সবচেয়ে বেশি যে ডায়াপারটি শোষন করে, সেটি ও আপনার শিশুর ত্বকে কিছু আর্দ্রতা রেখে যায়। এবং যখন আপনার শিশুর মুত্র তার মলের জীবানুর সাথে মেশে তখন তা অ্যামোনিয়া তে রুপ নেয় যা কিনা খুব কঠিন রূপ নিতে পারে। এ কারনে যেসব শিশুরা ঘনঘন পেটের সমস্যা হয় তারাই ডায়াপার র‍্যাশর প্রবনতায় আক্রান্ত হয়

 

২। শিশু যখন অনেকক্ষন একটি নোংরা ডায়াপার পরে থাকে তখন তার ই র‍্যাশ দেখা দিতে পারে । যে কোন সংবেদনশীল ত্বকের শিশুর এই র‍্যাশ দেখা দিতে পারে, তাদের মা - বাবা যদি ডায়াপার বদলাবার পরিশ্রমটি  বারবার করেন তার পর ও এটি হতে পারে।

 

৩। ডায়পারের ঘষা লাগা থেকেও শিশুর ত্বকে র‍্যাশ দেখা দিতে পারে। বিশেষত, ডায়পারের রাসায়নিক দ্রব্য, যেমন তার সুগন্ধ অথবা কাপড়ের ডায়াপার ধোয়ার  জন্য যে ডিটরিজেন্ট ব্যবহার করা হয়ে থাকে তার প্রতি যদি যে সংবেদনশীল হয়। আপনি ডায়াপার পড়াবার সময় যে লোশন বা পাউডার ব্যবহার করছেন তাও হয়তোবা তার ত্বকে সহ্য হচ্ছে না।

 

৪। নতুর কোন খাবার । শিশুরা যখন নতুন কোন খাবার খাওয়া শুরু করে বা শক্ত খাবার খাওয়া আরম্ভ করে তখন সচরাচর তাতের র‍্যাশ দেখা দেয়। যে কোন নতুন খাবার শিশুর মলের গঠন বদল করে । একটি নতুন ধরনের খাবার হয়তো আপনার শিশুর পেটের সমস্যার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যদি শিশু আপনার বুকের দুধ খায় তাহলে আপনার কোন খাদ্য থেকেও তার ত্বকে সমস্যা দেখা দিতে পারে।

 

৫। সংক্রামন। ডায়াপার পরানোর জায়গাটি গরম ও আর্দ্রতাপূর্ন থাকে - ব্যাকটেরিয়া এরকম জায়গাই বিস্তার লাভ করে। কাজেই ব্যাকটেরিয়া সহজেই সংক্রমন তৈরি করে র‍্যাশর জম্ম দিতে পারে, বিশেষ করে ত্বকের ভাঁজগুলোতে ।ক্ষতরোগ এক ধরনের মুখের সংক্রমন। কিছু শিশু যাদের মুখে ও গলায় এই ক্ষতরোগ এক ধরনের মুখের সংক্রমণ। কিছু শিশু যাদের মুখে ও গলায় এই ক্ষতোরোগ থাক তাদের ডায়পারের স্থানে ও এটি অনেক সময় হয়ে থাকে।)

 

৬। অ্যান্টিবায়োটিক। যেসব শিশুরা অ্যান্টিবায়োটিকস্ ঔষধ সেবন করে ( বা তাদের মায়েরা যা বুকের দুধ খাওয়াচ্ছেন তারা যদি সেবন করেন) তাদের এই সংক্রামন হতে পারে কারণ এই ঔষধগুলো স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা কমায়।