বাহু ও পা

পায়ের পরিচর্যা
ভেতর দিকে বড় হওয়া নখ
একটি ভেতরের দিকের নখ হচ্ছে সেটিই যা লাভের চামড়ার ভেতরের দিকে গড়ে ওঠে। এটি পায়ের যে কোন অঙ্গুলেই হবে পারে যদি বড় আঙ্গুলটিই আসল যেটিতে এধরণের অবস্থা বেশি হয়। প্রাথমিক লক্ষণ হচ্ছে নখের মাথার চামড়া লাল হয়ে যাওয়া
 
শিশুর পায়ের আঙ্গুলগুলো হচ্ছে কোমল এবং জুতা বা মোজা পড়ানোর সময় ব্যাথা পায়। আপনার শিশু যদি কথা বলতে পারে তাহলে সে বলবে তার পায়ে ব্যাথা করছে আর না পারলে কাদবে পায়ের দিকে ইশারা করবে। হাটার সময় আপনি তাকে খোড়াবে মুখে ব্যাথার অনুভূতি দেখবেন।